Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ২ প্রজেক্ট এর আওতায় ০৬ টি প্রদর্শনী খামার স্থাপনের উপকরণ সরবরাহের কোটেশন আহবান
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়

ফরিদপুর, পাবনা।

কোটেশন নম্বর:৩৩.০২.৭৬৩৩.৫০১.৩৭.০০৩.২০.১২১                                                তারিখ: ০৪/০৯/২০২২খ্রি.


কোটেশন বিজ্ঞপ্তি

 

০১

মন্ত্রণালয়

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

০২

সংস্থা

মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ।

০৩

ক্রয়কারীর নাম

সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, ফরিদপুর, পাবনা।

০৪

কোটেশন নম্বর ও তারিখ

৩৩.০২.৭৬৩৩.৫০১.৩৭.০০৩.১৮.১২১; তারিখঃ ০৪/০৯/২০২২ খ্রি.

০৫

কোটেশন ডকুমেন্ট সংগ্রহ

০৪/০৯/২০২২ খ্রি. হতে ১১/০৯/২০২২ খ্রি. বেলা ১২:০০ ঘটিকা পর্যন্ত অত্র দপ্তর হতে অফিস চলাকালীন সময়ে।

০৬

ক্রয় পদ্ধতি

দি পাবলিক প্রকিউরমেন্প রেগুলেশন, ২০০৮ এর কোটেশন (RFQ)

০৭

অর্থের উৎস্য

ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট, মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, রমনা, ঢাকা।

০৮

প্রাক্কলিত ব্যয়

১২০০০০ (এক লক্ষ বিশ হাজার) টাকা মাত্র।

০৯

কোটেশন দাখিলের তারিখ ও সময়

অত্র অফিস হতে সংগৃহীত কোটেশন যথাযথভাবে পূরণপূর্বক সিলগালা খামে ০৪/০৯/২০২২ খ্রি. হতে ১১/০৯/২০২২ খ্রি. দুপুর ১৪:০০ ঘটিকা পর‌্যন্ত সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, ফরিদপুর, পাবনা-এ দাখিল করতে হবে।

১০

কোটেশন খোলার স্থান, তারিখ ও সময়

সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, ফরিদপুর, পাবনা; তারিখঃ ০৪/০৯/২০২২ খ্রি. দুপুর ১৪:৩০ ঘটিকায় কোটেশন দাতাগণের উপস্থিতিতে (যদি কেহ উপস্থিত থাকেন)।

১১

কোটেশন দাতার যোগ্যতা

সরবরাহকারী/ঠিকাদারী প্রতিষ্ঠান।

১২

কাজের নাম ও বিবরণ

পাবনা জেলাধীন ফরিদপুর উপজেলার ০৬ টি ইউনিয়নের নির্বাচিত ০৬ টি সিআইজি মৎস্য দলের ০৬ টি পুকুরে ০৬ টি প্রদর্শনী খামার স্থাপনের উপকরণ সহবরাহ (বিবরণঃ কোটেশন ডকুমেন্ট অনুযায়ী)

১৩

কাজ সম্পাদনের সময়

০৭ (সাত) দিন।

                                                                                                                       

(মোঃ আব্দুল মতিন)

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার

ফরিদপুর, পাবনা।



কোটেশন নম্বর:৩৩.০২.৭৬৩৩.৫০১.৩৭.০০৩.২০.১২১/(১৫)                                                        তারিখ: ০৪/০৯/২০২২ খ্রি.

অনুলিপি সদয় অবগতি, বহুল প্রচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরিত হলোঃ

১| উপপচিালক, মৎস্য অধিদপ্তর, রাজশাহী বিভাগ, রাজশাহী।

২| জেলা মৎস্য অফিসার, পাবনা।

৩| পরিচালক, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট, মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, রমনা, ঢাকা।

৪| চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফরিদপুর, পাবনা।

৫| উপজেলা নির্বাহী অফিসার, ফরিদপুর, পাবনা।

৬। ...................................................................সভাপতি/সদস্য সচিব, সদস্য, দরপত্র/কোটেশন মূল্যায়ন কমিটি, ফরিদপুর, পাবনা। (আপনাকে কোটেশন খোলার সময় উপস্থিত থাকার অনুরোধসহ)।

৭। উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, ফরিদপুর, পাবনা।  

৮। মেসার্স . . . . . . . . . . . . . . . . . . . . . . . , সরবরাহকারী/ঠিকাদার, (কোটেশন দাখিলের অনুরোধসহ)।

৯। চেয়ারম্যান (সকল), ইউনিয়ন পরিষদ, ফরিদপুর, পাবনা।

১০। নোটিশ বোর্ড, অত্র দপ্তর।

১১। দপ্তর নথি।  



সিনিয়র উপজেলা মৎস্য অফিসার

ফরিদপুর, পাবনা।




Publish Date
04/09/2022
Archieve Date
11/09/2022